anuradha1311

Smile! You’re at the best WordPress.com site ever

বিচার

মা, তুমি ত’ দয়াময়ী, করুণাময়ী, হৃদয়ে তোমার ভালোবাসার আকর
তবে মা কেমন করে সহ্য কর এই তুমুল বিভেদ বিভাজন ?
এই শীতের রাতে ঘরে হিটার জ্বালিয়ে আরামে নিদ্রা যায় যারা
সারাদিনের ক্লান্তিশেষে ডাণলোপীলোয় শুতে পায় তারা ?

গরম লেপের মুড়িতে ঢেকে আপাদমস্তক স্বাদ পায় তারা তাপের
একের পরে দুয়ের প্রলেপ দিয়ে ঢুকে যায় তারা লেপে ।
আর পরিশ্রম সে তো মা সকলেই করে, বিদ্যা বুদ্ধি নির্বিশেষে –
কিন্তু হালে কেন পানি পায় না গাঁয়ে গঞ্জে কচি বুড়ো অনায়াসে ?

করে না কি তারা পরিশ্রম ? শীতের সকালে কাদার মাঝে ডুবে যায় পা দুটি –
শহরের তরে পৌঁছাতে হবে আলু , সিম, কপি আর মটরশুঁটী ।
গরম ঘরে ধূমায়িত চায়ের টেবিলে আনবে যে রোশনাই-
ময়দা ভাঁজে লুকোনো মটর, দম আলু আর কত ঠিকানা তার নাই ।

যারা করে এই জোগানের কাজ, চালায় ভ্যান রিক্সা সাত সকালে
মাথায় কারো নাই যে টুপি, কিম্বা মাফলার, শীত তারা ঠেকাবে কিসে ?
মা, তুমিই কর বিচার, অন্ন বস্ত্র জোগাও এই অভাগাদের পাতে
বুদ্ধি দাও, শান্তি দাও, পায় যেন তারা উষ্ণতার ছোঁয়া বিছানায় শেষ রাতে ।

অনুরাধা গুপ্তা
কোলকাতা
১১/১/১৩

Single Post Navigation

এখানে আপনার মন্তব্য রেখে যান