anuradha1311

Smile! You’re at the best WordPress.com site ever

চলে গেল

সেদিনের সেই সোনাঝুরি গাছের ফাঁকে ফাঁকে মেঠো পথ
দূরে দূরে নানা প্রকার ছোট বড় গাছের মেলা
কালো পিচের রাস্তার দুই পারে বিক্ষিপ্ত প্রান্তর
কানগোই পাহাড়ের ওপরে সাদা মন্দির যায় দেখা ।

সাত দশক ও পার করতে পারলে না তুমি
আজকাল স্টেরয়েড, অ্যান্টিবায়োটিকের যুগে আয়ু বেড়ে গেছে
তবুও কেন নিজেকে তুমি বাঁচাতে পারলেনা, কেন কেন ?
পারলেনা কেন সব বাধা বিপত্তি টপকে, এলেনা তেড়ে ফুঁড়ে !

গোলাপের নার্সারি বার্ণার্ড, কাছেই ছিল রেল কারখানা
অজয়ের ধারে ধূ ধূ করে মরুপ্রান্তর, কুসুমকানালী
দূরে শোনা যেত বেনারস, তুফানের তীক্ষ্ণ হুইসিলের আওয়াজ
কোথায় লাগে সেই নানাস্তরের ধানের ক্ষেত, কুলু মানালি ।

শান্তি ছিল সেই গোলাপের বাগানে, আমের বাগানে
চন্দ্রমল্লিকা, গাঁদা, জবা, অপরাজিতা, আরো কত কি-
সম্রাট , মোনালিসা, শ্যামলী, মোহন পৌঁছে দিত শহরে
হারিয়ে গেল সেই শান্তির নীড় – সাথে চলে গেল আরো কত কি !

অনুরাধা গুপ্ত
কলকাতা / 26.12.2016

Advertisements
%d bloggers like this: